ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিজেএমসির ১ কোটি বস্তা কিনবে খাদ্য মন্ত্রণালয়

কেএমএ হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ২২ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিজেএমসির ১ কোটি বস্তা কিনবে খাদ্য মন্ত্রণালয়

বিশেষ প্রতিবেদক: সরাসরি ক্রয় পদ্ধতিতে বিজেএমসির কাছ থেকে ৩০ কেজি ধারণক্ষমতা সম্পন্ন ১ কোটি পিস হেসিয়ান বস্তা কিনবে খাদ্য মন্ত্রণালয়। এতে খাদ্য মন্ত্রণালয়ের খরচ হবে ৫৪ কোটি টাকা। এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য অধিদপ্তরের জন্য বিজেএমসির নিকট থেকে ৩০ কেজি ধারণক্ষমতা সম্পন্ন ১ কোটি পিস হেসিয়ান বস্তা ক্রয় করার একটি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৫৪ কোটি টাকা।’

বিভিন্ন কারণে বিজেএমসির পাটকলগুলো অধিকাংশ সময় বন্ধ থাকে, তারপরও কি তাদের এ পরিমাণ বস্তা উৎপাদনের সক্ষমতা রয়েছে- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাটকলগুলোতে ৪৪ হাজার কর্মী রয়েছে। এখনো তাদের বেতন দেয়া হচ্ছে। তাই আমি আশা করি অবশ্যই এ পরিমাণ বস্তা উৎপাদন করতে পারবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘পাবনা জেলার বেড়া উপজেলায় ৩ দশমিক ৭৭ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার বিদ্যুতকেন্দ্র স্থাপনের একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। যৌথভাবে এটি বাস্তবায়ন করবে মোস্তফা মটরস লিমিটেড এবং সোলারল্যান্ড ইলেকট্রিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি লিমিটেড। ২০ বছর মেয়াদে এ কেন্দ্র থেকে প্রতি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ ৮ দশমিক ৫৯ টাকা দরে কিনবে সরকার।’

তিনি আরও বলেন, ‘বৈঠকে ভূরুঙ্গামারী-সোনাইহাট স্থলবন্দর-ভিতরবন্দ-নাগেশ্বরী মহাসড়কের দুধকুমার নদীর উপর একটি সেতু স্থাপনের প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। ১৩৬ কোটি টাকা ব্যয়ে এ ব্রিজটি স্থাপন করবে এমএম বিল্ডার্স লিমিডেট।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৯/কে এম হাসনাত/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়