ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নিরাপদ শহর-খাদ্য বড় চ্যালেঞ্জ

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১২, ২৫ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিরাপদ শহর-খাদ্য বড় চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক : নিরাপদ শহর ও নিরাপদ খাদ্য অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই সুন্দর নগরী গড়তে সিটি করপোরেশন নিরলস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

শনিবার জাতীয় প্রেসক্লাবে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

নগরবাসীকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘ঢাকার সকল গণপরিবহনে শৃঙ্খলা আনতে কাজ চলছে।

এ ছাড়া বর্জ্য ব্যাবস্থানা নিয়ে কাজ করেছে সিটি করপোরেশন। নতুন যে ওয়ার্ড হচ্ছে সেখানে সেন্ট্রাল ডাম্পিং থাকবে।’

তিনি আরো বলেন, ‘স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি কর্মসূচি হিসেবে ঢাকা উত্তরের উন্নয়নকে তিন ভাগে ভাগ করেছি। আগামী এক বছরে যা করতে চাই তা হলো- ঢাকা উত্তরকে আলোকিত নগরীতে পরিণত করা, পরিবেশ দূষণ রোধ, নগর অ্যাপসকে সক্রিয় করা, হোল্ডিং ট্যাক্স ও আর্থিক লেনদেন ডিজিটালাইজড ও অটোমেটেড করা  বৃক্ষরোপণ, নগর বনায়ন, নগর কৃষির বিস্তার ও বিকাশ, প্রতি মহল্লায় উন্মুক্ত পার্ক ও খেলার মাঠ গড়ে তোলার মাধ্যমে সবুজ ঢাকা গড়ে তোলা।’

মেয়র বলেন, ‘নগরীর দখলকৃত ফুটপাত নাগরিকদের কাছে ফিরিয়ে দিতে হবে। দখলমুক্ত করে প্রতিটি ফুটপাত উন্মুক্ত করে দেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘ডিএনসিসি নিয়ে প্রয়াত মেয়র আনিসুল হকের অসম্পন্ন কাজ সম্পন্ন করা হবে।’

কী নোট পেপারস উপস্থাপন করবেন বাংলাদেশ ইনস্টিটিউশন অব প্ল্যানার্সের (বিআইপি) সাধারণ সম্পাদক ড. আদিল মুহাম্মদ খান, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির, রাজউকের প্রধান প্রকৌশলী আব্দুল লতিফ হেলালী, বুয়েটের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী নগর পরিবহন বিশেষজ্ঞ ড. সালেহ উদ্দিন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামসহ নগর সংশ্লিষ্টরা।




রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/২৫ মে ২০১৯/আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়