ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বঙ্গবন্ধু মেডিক্যালের ৫৩ শিক্ষক ও চিকিৎসক পেলেন গবেষণা মঞ্জুরি

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ২৫ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধু মেডিক্যালের ৫৩ শিক্ষক ও চিকিৎসক পেলেন গবেষণা মঞ্জুরি

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক গবেষণার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৪৫ জন শিক্ষক, ১ জন কনসালটেন্ট ও ৭ জন মেডিক্যাল অফিসারসহ মোট ৫৩ শিক্ষক ও চিকিৎসককে গবেষণা মঞ্জুরি প্রদান করা হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার তার অফিসে শিক্ষক ও চিকিৎসকদের হাতে এ অনুদান তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম উপস্থিত ছিলেন।

উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণার প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। মৌলিক এবং স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক গবেষণার প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি রয়েছে। সেই বিষয়ে খেয়াল রেখে এবং জনগণের বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে জনকল্যাণধর্মী গবেষণায় প্রতি অধিক গুরুত্ব দিতে হবে। গবেষণায় প্রাপ্ত বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট সকল জানাতে হবে, যাতে মানুষ এ বিষয়ে সচেতন হয় এবং সংশ্লিষ্টরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারেন।



রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৯/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়