ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক : ওবায়দুল কাদের

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৬, ৩১ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সড়কে কোথাও যানজট হওয়ার আশঙ্কাও নেই।  তাই এবারের ঈদযাত্রা হবে আগের তুলনায় অনেক স্বস্তিদায়ক। ’

শুক্রবার দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে মোবাইল কোর্টে ভিজিলেন্স টিমের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘সড়কে যাতে যানজট না হয় সেজন্য গাড়ি চালকদের দায়িত্ব বেশি। চালকদের অধৈর্য হওয়া যাবে না। রমজানের সংযম যেন সড়কে গাড়ি চালনার ক্ষেত্রে ধরে রাখেন সেজন্য মালিকপক্ষের উচিত চালকদের কাউন্সেলিং করা। ’

তিনি বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে সেজন্য মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, বিআরটিএ ভিজিলেন্স টিম, মোবাইল কোর্ট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ’

মন্ত্রী বলেন, ‘পরিবহনে যেন চাঁদাবাজি না হয় এজন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছি। চাঁদাবাজি হলে র‍্যাব, পুলিশ, মোবাইল কোর্ট, ভিজিলেন্স টিমকে জানান, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘চাঁদাবাজি হলে প্রয়োজনে আমাকে জানান। আমি ব্যবস্থা নেব।’



রাইজিংবিডি/ঢাকা/৩১ মে ২০১৯/হাসিবুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়