ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ৩ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল

ছবি : হাসিবুল ইসলাম মিথুন

নিজস্ব প্রতিবেদক : প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাস, ট্রেনের মতো রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল নেমেছে।

সোমবার সদরঘাটের লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা গেছে, দুপরের আগেই বেশীরভাগ যাত্রীরা সদরঘাট টার্মিনালে এসে ভিড় করেছেন। লঞ্চ টার্মিনালে ভেরার সাথে সাথে দ্রুত ছুটছে লঞ্চের দিকে একটু যায়গা করে নেবার জন্য। ভিড় ঠেলে লঞ্চে উঠলেও কার মুখে নেই কোনো কষ্টের ছাপ। বাড়ি ফেরার আনন্দ দেখা যাচ্ছে সবার মাঝে।



এদিকে যাত্রী নিয়ে নির্ধারিত সময় সদরঘাট লঞ্চ টার্মিনাল ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। এছাড়া নির্ধারিত সময়ের আগে যাত্রী বোঝাই হয়ে গেলে লঞ্চগুলোকে ঘাট ত্যাগের নির্দেশনা দিচ্ছে বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষ  (বিআইডব্লিউটিএ)।

পাশাপাশি যাত্রীদের নিরাপত্তায় টার্মিনালে টহল দিচ্ছে নৌ পুলিশ, র‍্যাব, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরাও। মূল টার্মিনালের ভিআইপি গেটের ডান পাশে খোলা হয়েছে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার।



রাইজিংবিডি/ঢাকা/৩ জুন ২০১৯/নাসির/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়