ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মিথুনের পরিবর্তে লিটন নয়তো রুবেল

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৪, ১৭ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিথুনের পরিবর্তে লিটন নয়তো রুবেল

টনটন থেকে ক্রীড়া প্রতিবেদক: একাদশে ব্যাটসম্যান কমিয়ে পেসার বাড়ালে মিথুনের জায়গায় ঢুকবেন রুবেল। নয়তো মিথুনের জায়গায় খেলবেন লিটন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলের প্রয়োজন ভালোভাবেই মিটিয়েছিলেন মোহাম্মদ মিথুন।  দ্বিতীয় ম্যাচে দ্রুত রান তোলার তাড়ায় উইকেট ‘বিসর্জন’ দিয়েছিলেন।  ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন খামখেয়লি ব্যাটিং।  মিডল অর্ডারের মতো গুরুত্বপূর্ণ পজিশনে অফফর্মে থাকা এমন ব্যাটসম্যানকে ক্যারি করতে নারাজ টিম ম্যানেজম্যান্ট।  তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে একাদশে পরিবর্তন আনতে যাচ্ছে দল।

ব্রিস্টলে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে না গেলে শ্রীলঙ্কার বিপক্ষেই একাদশে ফিরতেন লিটন কুমার দাস।  প্রতিপক্ষ এখন ওয়েস্ট ইন্ডিজ। রণ কৌশলে রয়েছে পার্থক্য।  তাই লিটনের সেরা একাদশে ঢোকা নিশ্চিত নয়।  টিম ম্যানেজম্যান্ট ম্যাচের আগে সিদ্ধান্ত নেবে বাড়তি পেসার নিয়ে খেলবে নাকি ব্যাটসম্যান সমৃদ্ধ করবে।  একাদশে বাড়তি একজন পেসার ঢুকালে ব্যাটসম্যান কমাতে হবে।  সেক্ষেত্রে পাঁচে ব্যাটিং করা মিথুনের জায়গায় দলে আসবে রুবেল হোসেন।  এর আগেই পেস বোলিং বিভাগে আছেন মাশরাফি, মুস্তাফিজ ও সাইফউদ্দিন। 

তবে ব্যাটিং অর্ডারের গভীরতা বাড়ানোর পরিকল্পনা করলে ব্যাটসম্যান কমাবে না বাংলাদেশ। সেক্ষেত্রে মিথুনের পরিবর্তে দলে ঢুকবেন লিটন।  শ্রীলঙ্কার বিপক্ষে দুটি পরিবর্তন আসার কথা ছিল।  রুবেলের সঙ্গে ভেতরে ঢুকতেন লিটন।  বাদ পড়তেন মিরাজ।  কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরাজের সাম্প্রতিক পারফরম্যান্স ঈর্ষণীয়।  এছাড়া ক্যারিবীয়ানদের ব্যাটিং লাইন আপে রয়েছে ছয়জন বাঁহাতি ব্যাটসম্যান। তাদের কথা চিন্তা করেই মিরাজ আজ অটোমেটিক চয়েজ।

দলীয় সূত্রের খবর, ব্যাটসম্যান কমানোর পক্ষে দলের প্রায় সবাই।  টনটনের ছোট মাঠে পেসারদের বাড়তি গতি কষ্টসাধ্য হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। এজন্যই রুবেলের দলে ঢোকা মোটামুটি নিশ্চিত।  ভয় আছে আরেকটিও।  ব্যাটসম্যানদের সাম্প্রতিক ফর্মের পর ব্যাটসম্যান কমিয়ে দিলে চাপ আসবে বাকিদের ওপর।  সেই চাপ সামলোনার নিশ্চয়তা দিলেই রুবেল দলে ঢুকবেন।  নয়তো লিটন খেলবেন মিথুনের জায়গায়।




রাইজিংবিডি/টনটন/১৭ জুন ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়