ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘কওমী শিক্ষাকে মূলধারায় আনার কার্যক্রম গ্রহণ’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ২৬ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কওমী শিক্ষাকে মূলধারায় আনার কার্যক্রম গ্রহণ’

ফাইল ফটো

সংসদ প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার কওমী মাদ্রাসা শিক্ষাকে মূলধারায় আনার কার্যক্রম গ্রহণ করছে ও এর বাস্তবায়ন করছে।

বুধবার জাতীয় সংসদে সাংসদ মোকাব্বির খানের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের বেশকিছু সংখ্যক শিক্ষার্থী কওমী মাদ্রাসায় লেখাপড়া করছে। কওমী মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে মূলধারার সাথে যুক্ত, জাতীয় উন্নয়ন এবং এ সকল শিক্ষার্থীর ভবিষ্যতের কথা বিবেচনায় রেখেই পর্যায়ক্রমে বর্তমান আওয়ামী লীগ সরকার কওমী মাদ্রাসা শিক্ষাকে মূলস্রোতধারায় আনতে কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘কওমী মাদ্রাসার স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে দারুল উলুম দেওবন্দের মূলনীতিসমূহকে ভিত্তি ধরে আল-হাইআতুল উলুয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ- এর অধীনে কওমী মাদ্রাসাসমূহ পরিচালিত হচ্ছে। আমরা দাওরায়ে হাদিস (তাকমীল) এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) এর সমমান প্রদান করে আইন প্রণয়ন করেছি। আইনটি গত ৮ অক্টোবর ২০১৮ তারিখে গেজেট আকারে প্রকাশিত হয়েছে। আশা করা যায়, এ আইনের যথাযথ বাস্তবায়ন এবং বিভিন্ন কার্যক্রম গ্রহণের ফলে কওমী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা মূলধারার শিক্ষা ব্যবস্থার সাথে সমান তালে এগিয়ে যেতে পারবে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন ২০১৯/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ