ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘সহিংসতা রোধে বাংলাদেশকে রোল মডেল হতে হবে’

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ১১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সহিংসতা রোধে বাংলাদেশকে রোল মডেল হতে হবে’

নিজস্ব প্রতিবেদক : সহিংসতা রোধে বাংলাদেশকে বিশ্বের রোল মডেল হতে হবে বলে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সহিংস উগ্রবাদ থেকে যুবসমাজকে প্রতিরোধে সুধীসমাজের করণীয়’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা উল্লেখ করেন। কর্মশালার আয়োজন করে ভালান্ট্যারি অ্যাসোসিয়েশন ফর ফ্যামেলি ওয়েলফেয়ার অ্যান্ড সোস্যাল ডেভেলপমেন্ট (ভাফুস্ড)।

ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘সম্প্রতি জলবায়ু সম্মেলনে বাংলাদেশ সুনাম অর্জন করেছে। একইভাবে সহিংসতা প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশকে সারা পৃথিবীর শিক্ষক হিসেবে কাজ করতে হবে। শুধু বাংলাদেশই নয়, সারা বিশ্বেই সমাজ যেন সহিংসতার দিকে অগ্রসর হচ্ছে। সমাজকে এ স্থান থেকে ফিরিয়ে আনতে হবে। মাদার তেরেসা সারা জীবন শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছেন। তিনি ভাষা প্রয়োগের ক্ষেত্রেও সহিংসতা শব্দটি এড়িয়ে চলতেন।’

তিনি বলেন, ‘সহিংসতা প্রতিরোধে বাংলাদেশকে বিশ্বের রোল মডেল হতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছেন। বঞ্চিত মানুষের মুখি হাসি ফোটানোর রাজনীতি করতেন বঙ্গবন্ধু। কারণ, তিনি জানতেন, হতাশাগ্রস্ত মানুষই বিপথে যায়।’

তিনি বলেন, ‘তোমার মহত্ব অন্যের ওপর নির্ভর করে না। মহত্ব নির্ভর করে তুমি গতকালের চেয়ে আজ কতটা ভালো। নতুন প্রজন্মকে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ তৈরি করতে হবে। তারাই পারে সম্প্রীতির বাংলাদেশ নির্মাণ করতে। প্রতিটি মানুষকেই তার নিজ নিজ স্থান থেকে শিক্ষক হতে হবে।’

ভাফুস্ড এর প্রধান নির্বাহী ডা. আব্দুল কাইয়ুম লস্করের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অংশগ্রহণ করেন মানুষের জন্য ফাউন্ডেশনের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. মনিরুজ্জামান মুকুল, তেজগাঁও কলেজের ইংরেজি বিভাগের লেকচারার মাজহারুল ইসলাম, ভাফুস্ড প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. জসীম উদ্দিন আকন্দ।


রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৯/মামুন খান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়