ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

১০ বছরে সীমান্তে ২৯৪ বাংলাদেশি নিহত

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ১১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১০ বছরে সীমান্তে ২৯৪ বাংলাদেশি নিহত

সংসদ প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গত ১০ বছরে (২০০৯ থেকে ২০১৮) সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের হাতে ২৯৪ জন বাংলাদেশি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বিএসএফও একমত পোষণ করেছে। সরকার এ ব্যাপারে কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

সংসদ সদস্য মোজাফফর হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে বর্তমান সরকারের নীতি হলো- জিরো টলারেন্স। জঙ্গি পুরুষ হোক কিংবা নারী, তাকে নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাসমূহ সদা তৎপর। বর্তমান সরকার জঙ্গি দমনে বিশেষায়িত এই সংস্থাসমূহে দক্ষ জনবল নিয়োগ ও আধুনিকায়নে নানা ধরনের সুযোগ সৃষ্টি করছে।


রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৯/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়