ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে কন্ট্রোলরুম

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ১২ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে কন্ট্রোলরুম

নিজস্ব প্রতিবেদক : দেশের বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ ও তথ্য-উপাত্ত সংগ্রহ লক্ষ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ে (সচিবালয়স্থ ছয় নম্বর ভবনের পঞ্চম তলা) কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের ৪২৫ নম্বর রুমে স্থাপিত কন্ট্রোলরুমের ফোন নম্বর ০২৯৫৭০০২৮।

কন্ট্রোলরুমে সারা দেশে বন্যা সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহ করা হবে। বন্যা সংক্রান্ত তথ্য প্রদানের জন্য জনগণকে কন্ট্রোলরুমের বর্ণিত নম্বরে ফোন করার অনুরোধ করা হয়েছে।

এছাড়া মন্ত্রণালয়ের আওতাধীন পানি উন্নয়ন বোর্ডের ‘বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র’ এর টোল ফ্রি ১০৯০ নম্বরে ফোন করার পর ৫ প্রেস করে বন্যার পূর্বাভাস সংক্রান্ত তথ্য জানা যাবে।


রাইজিংবিডি/ঢাকা/১২ জুলাই ২০১৯/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়