ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দালাল নিয়ন্ত্রণে ডিসিদের সাহায্য চান মন্ত্রী

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৯, ১৬ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দালাল নিয়ন্ত্রণে ডিসিদের সাহায্য চান মন্ত্রী

সচিবালয় প্রতিবেদক : বিদেশে লোক নিয়োগের নামে দালালরা সাধারণ মানুষের টাকা লুটপাট করছে। আর কেউ যেন এভাবে প্রতারিত না হন সেজন্য জেলা প্রশাসকদের (ডিসি) সহযোগিতা চেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

মঙ্গলবার সচিবালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের চতুর্থ কার্য অধিবেশনে তাদের সহযোগিতা কামনা করেন মন্ত্রী। সম্মেলনে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘বিদেশে যেতে চান, এমন লোকদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে। এজন্য ইউনিয়ন পর্যায়ে নিবন্ধনের কাজ হচ্ছে। এখন বিদেশ গমনের নিবন্ধন করতে আর ঢাকায় আসতে হবে না। এটি যেন মানুষ ঠিকমতো করে বা জানে সেজন্য ডিসিদের সহযোগিতা চেয়েছি।’

অনেকে অবৈধভাবে সমুদ্রপথে বিদেশে যাওয়ার সময় মারা যান, এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়া হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইমরান আহমদ বলেন, ‘সমুদ্র পাহারা দেয়া তো সম্ভব নয়। তবে যে চক্রটি এই কাজ করছে তাদেরকে চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। খুঁজে বের করে জনসমক্ষে আনতে একটু সময় লাগবে।’

প্রবাসী কল্যাণমন্ত্রী আরো বলেন, ‘বৈধ পথে যারা বিদেশে গিয়ে মারা যান, তাদের লাশ অ্যাম্বাসির মাধ্যমে দেশে আনা হয় এবং এয়ারপোর্টেই পরিবার-পরিজনের কাছে লাশ হস্তান্তরের সময় ২০ হাজার করে টাকা দেওয়া হয়। পরবর্তীতে আরো ৩ লাখ টাকা দেওয়া হয়। যারা অবৈধ পথে যায় তাদের বেলাও সরকার সব ধরনের সহযোগিতা দিয়ে থাকে।’


রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৯/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়