ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

জঙ্গিবাদ দমনে ডিসিদের কঠোর অবস্থানে থাকার নির্দেশ

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৬, ১৮ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জঙ্গিবাদ দমনে ডিসিদের কঠোর অবস্থানে থাকার নির্দেশ

সংসদ প্রতিবেদক : মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে ডিসিদের কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে ডিসি সম্মেলনের পঞ্চম দিনের দ্বিতীয় অধিবেশন শেষে তিনি এসব কথা বলেন।

ডিসিদের কী ধরনের নির্দেশনা দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘সন্ত্রাস জঙ্গিবাদ যেভাবে আমরা দমন করছি, সেদিকে তারাও খেয়াল রাখবেন। যাতে কোন ধরনের সন্ত্রাস, জঙ্গি, চরমপন্থী এদের আবির্ভাব না হয়। মাদক নিয়ে আমরা যে অভিযান চালাচ্ছি, তাদেরকে জানিয়েছি আমাদের অভিযান তো চলবেই। সবাইকে নিয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য তারা কাজ করবেন।’

জেলা প্রশাসকরা মোবাইল কোর্টে পরিধি ও সার্বক্ষণিক পুলিশ ফোর্স চেয়েছেন, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মোবাইল কোর্টের পরিধি যে রকম প্রয়োজন তা হয়ে গেছে। মাদক নিয়ন্ত্রণ আইন বলবৎ হয়েছে, সেজন্য কাজ হচ্ছে। সেক্ষেত্রে মোবাইল কোর্টের আওতায় যতটুকু আনা হয়েছে সেটা নিয়েও কাজ হচ্ছে। বিশেষ পুলিশ প্রয়োজন নেই। তারা সব সময় জেলা প্রশাসকদের সহযোাগিতা করে যাচ্ছেন। তাদের নির্দেশনা অনুযায়ী সব জায়গায় কাজ করছেন। সুতরাং এর প্রয়োজন নেই।’

নারী ও শিশু নির্যাতন বিষয়ে নিরাপত্তা বাহিনী সব সময় প্রস্তুত আছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ব্যবহারসংক্রান্ত আইন যুগোপযোগী করা হবে।’

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ জুলাই ২০১৯/আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়