ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দুদকের উদ্দেশ্য দুর্নীতি প্রতিরোধ করা

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩২, ১৮ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুদকের উদ্দেশ্য দুর্নীতি প্রতিরোধ করা

সচিবালয় প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুদকের উদ্দেশ্য মামলা করা নয়, দুর্নীতি প্রতিরোধ করা।

বৃহস্পতিবার সচিবালয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনের শেষ অধিবেশনে ডিসিদের সঙ্গে বৈঠকের পর এক প্রশ্নের জাবাবে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, প্রাথমিক ও মাধ্যমিক লেভেলে মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা দিতে হবে। আগামী প্রজন্ম, যাদের ওপর দেশ পরিচালনার দায়িত্ব বর্তাবে, মানবিক মূল্যবোধ ও সামাজিক মূল্যবোধ যদি তাদের মধ্যে গড়ে তোলা না যায়, তবে  কিছুই টেকসই হবে না। দুর্নীতিমুক্ত প্রশাসন বা শিক্ষা কোনো কিছুই গড়া যাবে না।’

তিনি বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম দেখার জন্য ডিসিদের বলেছি। কোথাও অনিয়ম পেলে আমাদের জানাতে।’

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ জুলাই ২০১৯/আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়