ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রুশেমা বেগমের আসনে ভোট ১৮ আগস্ট

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ১৮ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রুশেমা বেগমের আসনে ভোট ১৮ আগস্ট

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের রুশেমা বেগমের মৃত্যুতে শূন্য হওয়া আসনে আগামী ১৮ আগস্ট ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার দুপুরে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি।

এ বিষয়ে ইসির যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান জানান, এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৫ জুলাই, বাছাই ২৮ জুলাই, প্রত্যাহারের শেষ সময় ১ আগস্ট এবং ভোটগ্রহণ করা হবে ১৮ আগস্ট।

এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ইসির যুগ্মসচিব ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. আবদুল বাতেন।

১০ জুলাই রুশেমা মারা যান। এর পরের দিন ১১ জুলাই এ আসন শূন্য করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। এরপর ১৬ জুলাই নির্বাচন কমিশনে এ সংক্রান্ত গেজেট পাঠায় সংসদ সচিবালয়।

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ জুলাই ২০১৯/হাসিবুল/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়