ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি’

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৪, ২০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি’

জ্যেষ্ঠ প্রতিবেদক : ‘বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। প্রিয়া সাহা আমাদের কাছে না এসে সুদূর আমেরিকায় নালিশ করেছেন। এ থেকে বোঝা যায় এটি উদ্দশ্যমূলক।’

শনিবার সকালে ধানমন্ডিতে নিজ বাসায় সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায় সংক্রান্ত যে নালিশ করা হয়েছে সে বিষয়টি চক্রান্ত ও উদ্দেশ্যমূলক। সে রকম ঘটনা ঘটলে আপানারা (মিডিয়ার লোকজন) বসে থাকতেন না। ফলাও করে প্রচার হতো। তবে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এমনটি হয়েছিল। আর বর্তমান সরকারের সময় তেমনটি যেন না হয় সেজন্য শক্ত হাতে দমন করা হচ্ছে।’

তাহলে প্রিয়া সাহা কেন এমন অভিযোগ করলেন।? এমন প্রশ্নে তিনি আরও বলেন, ‘আমরা এখন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবো। সে দেশ থেকে আমাদের লিখিতভাবে কিছু জানানো হলে অবশ্যই তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।  আর প্রিয়া সাহা এমন কিছু হয়ে থাকলে আমাদেরও বলতে পারতেন। এর পেছনে কোন ষড়যন্ত্র আছে কিনা তাও আমরা দেখবো। কেননা এদেশে সব ধর্মের মানুষ শান্তিতে বাস করছেন। এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘প্রিয়া সাহা এখন দেশে নাই। তিনি দেশে আসলে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে। কেননা দেশে তো এখন এমন পরিস্থিতি নেই। তাহলে তিনি কীভাবে এ কথা বললেন।’

উল্লেখ্য, গত বুধবার ধর্মীয় নিপীড়নের শিকার বিভিন্ন দেশের ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৬টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেন সেখানে। তখন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহাও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন। যা সামাজিক যোগাযোগের বদৌলতে ভাইরাল হয়।

প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্টকে বলছেন- ‘আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশে ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান গুম (ডিসঅ্যাপেয়ার) হয়েছেন। দয়া করে আমাদের লোকজনকে রক্ষা করুন। এখন সেখানে ১ কোটি ৮০ লাখ সংখ্যালঘু রয়েছে। আমরা আমাদের বাড়িঘর খুইয়েছি। তারা আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার পাইনি।’

 

রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৯/মাকসুদ/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়