ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘হলি আর্টিজানের ঘটনায় জাতি লজ্জিত’

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ২১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘হলি আর্টিজানের ঘটনায় জাতি লজ্জিত’

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, হলি আর্টিজানের ঘটনায় জাতি লজ্জিত। পাশাপাশি প্রকাশ্যে কুপিয়ে রিফাত হত্যা, বিচারকের কক্ষে খুন, ধর্ষণ-এসব ঘটনায় আমরা উদ্বিগ্ন।

বাংলাদেশ চলচিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠানে তিনি বলেন, ‘ছিনতাই, রাহাজানি, টেন্ডারবাজি, মলমপার্টিসহ সব সংঘটিত অপরাধ নেই বললেই চলে। শুধুমাত্র আইন প্রয়োগ করে বা দু-একজন অপরাধীকে বন্দুকযুদ্ধে নির্মূল করে অথবা কাউন্টার ফায়ার করে সহিংস উগ্রবাদ বা জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয়।

তিনি বলেন, জঙ্গিবাদ নির্মূল করতে হলে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছার। পাশাপাশি জনসচেতনতা তৈরি করতে হবে।

ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘সহিংস উগ্রবাদ বিরোধী বিতর্ক’ প্রতিযোগিতা অনুষ্ঠান আছাদুজ্জামান মিয়া বলেন, ‘হলি আর্টিজানের ঘটনায় পুরো জাতি লজ্জিত। ধর্মের খন্ডিত ব্যাখা দিয়ে যাতে দেশে কেউ আর এ ধরনের ঘটনা না ঘটাতে পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করছে।’


রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৯/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়