ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

২৯৫ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিভিন্ন পদে ভোট শুরু

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০২, ২৫ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৯৫ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিভিন্ন পদে ভোট শুরু

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভাসহ ২৯৫ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিভিন্ন পদে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

এ উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এই নির্বাচনে ৩৪ টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করবে ইসি। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা ও রাজশাহীর পুঠিয়া ইউপির (ইউনিয়ন পরিষদ) পুরোটাই ইভিএমে ভোটগ্রহণ হবে।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, আজ স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে রয়েছে জেলা পরিষদ, সিটি করপোরেশন এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে নির্বাচন।

এছাড়া চট্টগ্রাম সিটির ১৭ নং ওয়ার্ডে উপনির্বাচন এবং ইউনিয়ন পরিষদের ১টি সংরক্ষিত ওয়ার্ড ও অন্যান্য ইউপির ৩০ সাধারণ ওয়ার্ডে উপনির্বাচনে ইভিএম ব্যবহার হবে। আর বাকিগুলোতে আগের মতোই ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

এছাড়া বন্যাজনিত কারণে ৯ ইউপির বিভিন্ন পদের উপ-নির্বাচন স্থগিত করেছে ইসি।

এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) মো. আলমগীর বলেন, ‘ব্যালট পেপারে ভোট হলে কেউ ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যেতে পারে। ইভিএমে সে সুবিধা নেই। যার ভোট তাকেই দিতে হবে। অন্য কারো এই ভোট দেয়ার সুযোগ নেই।’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োগ করা হয়েছে। প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিয়োগ দেয়াসহ তাদেরকে প্রশিক্ষণও দেয়া হয়েছে।’

পৌরসভা নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘আশা করি সুষ্ঠু নির্বাচন হবে। আর ইভিএমে নির্বাচন হলে ভোট ছিনতাই করে জেতার কোনো সুযোগ নেই।’

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৯/হাসিবুল/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়