ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘বড় গরু ডর লাগে’

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বড় গরু ডর লাগে’

হাসিবুল ইসলাম মিথুন, গাবতলী পশুর হাট থেকে : বড় গরু ডর লাগে তাই ছোট গরু কিনছি। বড় গরুর সাথে তো শক্তিতে পারবো না তাই ছোট গরুই ভালো- এমন কথা বলছিলেন পঞ্চম শ্রেণিতে পড়া ছোট্ট মেয়ে নবিরন আক্তার।

অনেকদিন ধরেই নবিরন বাবার কাছে বায়না ধরেছে যে, এবার সে গরু কিনতে হাটে যাবেই। নিজেই গরু পছন্দ করবে। কোরবানির বাকি যে কয়দিন আছে নিজেই সেই কয়দিন গরুটিকে লালন পালন করবে- এমন কথা জানান নবিরনের বাবা সরকারি চাকুরীজীবী মোহাম্মদ আসলাম হোসেন।

তিনি বলেন, ‘এক মাস আগেই মেয়ে বলে রেখেছে যে, এবার তাকে অবশ্যই গরুর হাটে নিয়ে যেতে হবে। বাসা কল্যাণপুর রেডিও কলোনি হওয়ায় গাবতলী গরুর হাট কাছে। তাই মঙ্গলবার রাতে আমায় এক প্রকার জোর করেই হাটে নিয়ে আসে মেয়ে। হাটে এসে সে কয়েকটা গরু পছন্দ করে রেখে যায় এই বলে যে, বুধবার এসে সেগুলো থেকে একটা কিনবে। তাহলে বুঝতেই পারছেন কতোটা খুশি সে।’

কথা হয় নবিরনের সঙ্গে। তিনি বলেন, ‘আমি এই প্রথম কোরবানির পশুর হাটে এসেছি। খুব ভালো লাগছে। অনেকদিন ধরেই বন্ধুদের বলছিলাম যে, এবার আমি গরু কিনতে হাটে যাবো। এতো গরু দেখে খুব ভালো লাগছে।’

কথা বলার সময় নবিরনের হাতে একটি মালা দেখা যায়। এই মালার বিষয়ে তিনি বলেন, ‘হাটে ঢুকতেই দেখি মালা বিক্রি করছে। তাই আব্বাকে বলি একটা মালা কিনতে গরুকে পরাবো বলে। গরু কিনলাম তাই এখন মালা পরিয়ে বাসায় নিয়ে যাবো।’

হাটে তো অনেক বড় গরু আছে সেগুলো না কিনে ছোট গরু পছন্দ কেন জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘বড় গরু ভয় লাগে। বড় গরুর সামনে গেলে মনে হয় সিং দিয়ে গুতো মারবে। তাই বড় গরু আমার ভালো লাগে না।’

নবিরন বলেন, ‘কোরবানির বাকি আছে এখনো কয়েকদিন। আমি নিজেই এই কয়দিন গরুটিকে খাওয়াবো। গোসল করাব। রঙ বা জরি দিয়ে সাজাবো। বন্ধুদেরকে বাসায় এনে গরু দেখাবো। অনেক মজা হবে।’




রাইজিংবিডি/ঢাকা/৭ আগস্ট ২০১৯/হাসিবুল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়