ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অ্যাডভেঞ্চার-৯ বিকল, ভোগান্তিতে যাত্রীরা

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অ্যাডভেঞ্চার-৯ বিকল, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বরিশাল রুটে বিলাসবহুল লঞ্চ অ্যাডভেঞ্চার-৯ বিকল হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ে সদরঘাটে পৌঁছাতে পারেনি। ফলে ভোগান্তিতে পড়েছেন ওই লঞ্চের অগ্রিম টিকিট করে রাখা যাত্রীরা।

সদরঘাটে অ্যাডভেঞ্চার-১ লঞ্চের দায়িত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, অ্যাডভেঞ্চার ৯ লঞ্চের একটি ইঞ্জিন বিকল হয়েছে। বরিশাল ঘাটে তা মেরামতের কাজ চলছে। ঠিক করতে অনেক সময় লেগে যেতে পারে। লঞ্চটি ঢাকার ঘাটে এলেও রাত অনেক হয়ে যেতে পারে। তবে যাত্রীদের টাকা ফেরত দেয়া হবে।’

এদিকে লঞ্চের ভুক্তভোগী কেবিন যাত্রী সাইফুল ইসলাম বলেন, ‘কেবিনের অগ্রিম টিকিট কেটে রেখেছিলাম। দুপুর ২টার মধ্যে সদরঘাটে চলে এসেছি। টিকিটে এই সময় চলে আসতে বলা হয়েছিল। কিন্তু ঘাটে এসে শুনি লঞ্চ নষ্ট হয়ে ঘাটেই আসেনি। এখন আমি কীভাবে বাড়ি যাব। স্ত্রী, সন্তান, ব্যাগ নিয়ে আমি কোথায় দাঁড়াবো এত লোকের মাঝে।’


রাইজিংবিডি/ঢাকা/৮ আগস্ট ২০১৯/নাসির/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়