ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘দেখি না কতদূর কি হয়’

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ১৪ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দেখি না কতদূর কি হয়’

নিজস্ব প্রতিবেদক : সরকার নির্ধারিত দামে চামড়া কেনা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের  সভাপতি মো. দেলোয়ার হোসেন। তিনি বলেছেন, আলোচনা চলছে, দেখি না কতদূর কি হয়।

মঙ্গলবার রাতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাচা চামড়া রফতানির সিদ্ধান্তের কথা জানানো হয়।

এ প্রসঙ্গে বুধবার বিকেলে মো. দেলোয়ার হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘এটা আরেকটু আলোচনা করে নেয়া উচিত ছিলো। তারপরও তো একটা পথ বের করতে হবে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা পারছি না। সরকার একটা কথা বলেছে। মাঝখান থেকে একটা পথ বের করে আনতে হবে। এই সেক্টরকে বাঁচাতে হলে আমরা যারা কাঁচা চামড়া সরবরাহ করি তাদের দিকটাও দেখতে হবে।’

তিনি বলেন, ‘আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, অদূর ভবিষ্যতে যাতে আর এমন না ঘটে সে দিকে খেয়াল রাখতে হবে।

কাঁচা চামড়া রফতানির অনুমতি দেওয়ার ফলে সরকার নির্ধারিত দামে চামড়া কেনা সম্ভব হবে কিনা- এ প্রশ্নে তিনি বলেন, সম্ভব হবে। আলোচনা চলছে, দেখিনা কতদূর কি হয়।’

সংগঠনের আরেক নেতা টিপু সুলতান এমন সিদ্ধান্তে সরকারকে সাধুবাদ এবং ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ‘রফতানির অনুমতি দিয়েছে, এটা ভালো হয়েছে। আগে চামড়া এক্সপোর্ট করে বৈদেশিক মুদ্রা আসতো। আর এখন দুই পাশ দিয়ে আসবে। আমরা যারা কাচা চামড়া নিয়ে কারবার করছি তারা এখান থেকে এক্সপোর্ট করার পর বৈদেশিক মুদ্রা আসবে। সমস্যা তো নেই। সরকারকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই।’

এরা সরকারকে সাধুবাদ জানালেও ভিন্ন মত দিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। সকালে সংবাদ সম্মেলনে এই সংগঠনের সভাপতি শাহীন আহম্মেদ বলেন, ‘এই সিদ্ধান্তের কারণে হুমকির মুখে পড়বে এই খাতের ৭ হাজার কোটি টাকার বিনিয়োগ।’

এদিকে বাণিজ্য মন্ত্রী বলেছেন, ‘তৃণমূল ব্যবসায়ীদের কথা চিন্তা করে তারা যাতে ভালো দাম পান, তাই কাঁচা চামড়া রফতানির অনুমতি দেয়া হয়েছে।’


রাইজিংবিডি/ঢাকা/১৪ জুলাই ২০১৯/সাওন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়