ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রোহিঙ্গা প্রত্যাবাসনে ইতিবাচক অগ্রগতি : পররাষ্ট্র সচিব

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ১৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গা প্রত্যাবাসনে ইতিবাচক অগ্রগতি : পররাষ্ট্র সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে, জানিয়ে পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেছেন, যেকোনো দিন রোহিঙ্গাদের নিজ দেশে পাঠানো শুরু হতে পারে।

রোববার বিস মিলনায়তনে গ্রিন অ্যান্ড রেড রিসার্চ আয়োজিত ‘রোহিঙ্গা সংকট : উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র সচিব বলেন, এটা চলমান প্রক্রিয়া। সরকারের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। আগামী দুই সপ্তাহের মধ্যে অগ্রগতি হবে।

তিনি বলেন, বিশ্ব কমিউনিটির সঙ্গে আমাদের আলোচনা অব্যাহত আছে। আশা করছি, যেকোনো দিন থেকে এ প্রক্রিয়া শুরু হতে পারে।

অনুষ্ঠানে মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আমরা রোহিঙ্গাদের রিফিউজি হিসেবে আশ্রয় দেইনি, মানবিক কারণে তাদের আশ্রয় দেয়া হয়েছে। আমাদের দেশ জনবহুল হওয়ায় এত বিপুল সংখ্যক মানুষকে স্থায়ীভাবে পুনর্বাসন করা সম্ভব না। আমরা মনে করেছিলাম, প্রতিবেশী বন্ধু রাষ্ট্রগুলো এ সংকটে এগিয়ে আসবে, কিন্তু তা হয়নি।

তিনি বলেন, একটি দেশে গণহত্যা হচ্ছে, অথচ বিশ্ব নীরব। তাদের নিজ দেশে ফেরানোর কোনো উদ্যোগ নেই। কোথায় বিশ্ব, কোথায় আইন-মানবাধিকার।

গ্রিন অ্যান্ড রেড রিসার্চের পরিচালক শহিদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় সেমিনারে বিভিন্ন বেসরকারি সংস্থা এবং দূতাবাসের প্রতিনিধিরা অংশ নেন।


রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৯/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়