ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সব জায়গায় ভাগ বাটোয়ারা চলছে

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫১, ২০ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সব জায়গায় ভাগ বাটোয়ারা চলছে

নিজস্ব প্রতিবেদক:  টিআর-কাবিখা থেকে শুরু করে মেগা প্রজেক্ট পর্যন্ত সব জায়গায় ভাগ বাটোয়ারা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘গ্রাম থেকে শহরের মানুষদের সাথে যদি কথা বলেন, ইনভেস্টার-ব্যাংকারদের সাথে যদি কথা বলেন, তাহলে দেখবেন যে, সব দিকে শুধু লুট চলছে। ভাগ বাটোয়ারা করে নিচ্ছে আওয়ামীলীগের নেতারা। টিআর কাবিখা থেকে শুরু করে মেগা প্রজেক্ট পর্যন্ত সব জায়গায় ভাগ বাটোয়ারা চলছে।’

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে 'আমার দেশ আমার শিল্প' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। সভার আয়োজন করে ন্যাশনালিষ্ট রিসার্চ সেন্টার (এনআরসি) নামের একটি সংগঠন।

মির্জা ফখরুল বলেন, 'কালকে একটা কথা শুনলাম, এই যে মেট্রোরেল, এলিভেটেট এক্সপ্রেস ওয়ের একেকটা পিলার নাকি একেকজন সরকারি দলের লোকজনকে দেওয়া হয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম এখানে তো বিদেশি বিনিয়োগকারিরা রয়েছে। এখানে তারা কাজ করছে। তো বলছে তাদেরকে বাধ্য করা হয়েছে, একেকটা পিলার একেকজনকে সরকারি দলের লোকজনকে দেওয়ার জন্য। এই যদি অবস্থা হয়, লুট ছাড়া কোনো কিছু নাই। এই সরকারের লোকেরা লুট করে যাওয়া ছাড়া কিছু করছে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘তাই দেশ বাঁচাতে হলে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। দেশপ্রেমিক নেতাকে ফিরিয়ে আনতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে নিয়ে আসতে হবে। আর জনগনের ম্যান্ডেট নেওয়া সরকার নিয়ে আসতে হবে।’

আয়োজক সংগঠনের পরিচালক বাবুল তালুকদারের সভাপতিত্বে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ডি এম আমিরুল ইসলাম অমরের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।


রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৯/সাওন/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়