ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘বঙ্গবন্ধু স্বাধীন, আধুনিক বিচারব্যবস্থা গড়তে উদ্যোগী ছিলেন’

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ২১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বঙ্গবন্ধু স্বাধীন, আধুনিক বিচারব্যবস্থা গড়তে উদ্যোগী ছিলেন’

নিজস্ব প্রতিবেদক : ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মামলা নিস্পত্তি ও বিচারে দীর্ঘসূত্রতার বিরোধী ছিলেন। তিনি একটি স্বাধীন ও আধুনিক বিচারব্যবস্থা গড়ে তুলতে উদ্যোগী হয়েছিলেন।’

বুধবার সন্ধায় সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধুর ভাবনা ও বক্তব্যে মেডিয়েশন’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।  বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস) এ সেমিনারের আয়োজন করে।

বিমসের চেয়ারম্যান অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন অ্যাডভোকেট আমিনুল হক হেলাল। বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, চট্টগ্রামের জেলা জজ মোহাম্মদ আব্দুল হালিম, পেশাজীবী সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, অ্যাক্রিডিটেড মেডিয়েটর অ্যাডভোকেট আব্দুস সালাম মন্ডল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আনোয়ারা শাহজাহান, অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌসি রুপা, অ্যাডভোকেট হুমায়ন কবির শিকদার, সহকারী অ্যাটর্নি জেনারেল ফারহানা আফরোজ, সাংবাদিক মেহেদী হাসান ডালিম, অ্যাডভোকেট সাধন কুমার বনিক। সেমিনার সঞ্চালনা করেন অ্যাডভোকেট আলমগীর হোসাইন।


রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৯/মেহেদী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়