ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কৃষকরা সত্যিকারের হিরো : কৃষিমন্ত্রী

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ২২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কৃষকরা সত্যিকারের হিরো : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : কৃষিক্ষেত্রে সর্বোচ্চ সম্মান বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্তদের উদ্দেশে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আপনারা আমাদের সত্যিকারের হিরো। আপনাদের জন্য আমরা গর্বিত।

বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিসের কনফারেন্স রুমে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ১৯৯৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত স্বর্ণপদকপ্রাপ্ত ৪৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রথমবারের মতো এ সংবর্ধনা দেয়া হলো। এর ধারাবাহিকতা বজায় রাখা হবে।

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্তদের সংবর্ধনা দেয় কৃষি তথ্য সার্ভিস। প্রতিবছর কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরপ কৃষি মন্ত্রণালয় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেয়।

কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান।


রাইজিংবি‌ডি/ঢাকা/২২ আগস্ট ২০১৯/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়