ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

প্রত্যাবাসন কমিশনার হলেন মাহবুব

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রত্যাবাসন কমিশনার হলেন মাহবুব

সচিবালয় প্রতিবেদক : শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের পদে পরিবর্তন এনেছে সরকার। মোহাম্মদ আবুল কালামকে সরিয়ে মো. মাহবুব আলম তালুকদারকে দায়িত্ব দেয়া হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের দায়িত্ব পালন করছিলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম। তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাকে ৫ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

অপর এক আদেশে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মো. মাহবুব আলম তালুকদারকে ৫ সেপ্টেম্বরের মধ্যে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবসান কমিশনার পদে যোগ দিতে বলা হয়েছে।

মো. মাহবুব আলম তালুকদারকে এর আগে বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে বদলির আদেশ দেয়া হয়েছিল। সেই আদেশ বাতিল করে তাকে কক্সবাজারে রোহিঙ্গাদের নতুন দায়িত্ব দেয়া হলো।


রাইজিংবিডি/ঢাকা/২ সেপ্টেম্বর ২০১৯/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়