ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কাস্টমস বিল সংসদে উত্থাপন

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ১১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাস্টমস বিল সংসদে উত্থাপন

সংসদ প্রতিবেদক: বিশ্ব কাস্টমস সংস্থার নেতৃত্বে আন্তর্জাতিকভাবে গৃহীত কাস্টমস ব্যবস্থাপনা সংক্রান্ত বিধি-বিধান সন্নিবেশিত করে নতুন আইন প্রণয়নে প্রয়োজনীয় বিধানের প্রস্তাব করে সংসদে কাস্টমস বিল-২০১৯ উত্থাপন করা হয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বুধবার জাতীয় সংসদে কাস্টমস বিল-২০১৯ উত্থাপন করেন। বিলে বিশ্ব কাস্টমস সংস্থার তত্ত্বাবধানে আন্তর্জাতিকভাবে গৃহীত মান সংক্রান্ত কনভেনশন অনুযায়ি আমদানি-রপ্তানি পণ্যের সাপ্লাই চেইনের নিরাপত্তা নিশ্চিতসহ আরো একটি কনভেনশনসহ দু’টি কনভেনশনের সংশ্লিষ্ট ধারাগুলো অর্ন্তভূক্ত করার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া বিলে বিদ্যমান কাস্টমস এক্টকে বাংলা ভাষায় প্রণয়ন করে বিদ্যমান বিভিন্ন ধারা, উপধারা আরো সহজ, স্বচ্ছ, জবাবদিহিমূলক, যুগোপযোগি করা হয়েছে। বিলে আমদানি ও রপ্তানিকারকসহ সব অংশীজনদের সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় বিধানের প্রস্তাব করা হয়েছে।

পরীক্ষা-নিরীক্ষা ৩০ দিনের মধ্যে করে সংসদে রিপোর্ট প্রদানের বিলটি অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়েছে।
 

রাইজিংবিডি/ঢাকা/১১সেপ্টেম্বর ২০১৯/আসাদ/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়