ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মালয়েশিয়ায় ট্রাভেল পারমিট নকল হচ্ছে

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ১১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মালয়েশিয়ায় ট্রাভেল পারমিট নকল হচ্ছে

কূটনৈতিক প্রতিবেদক: মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের ট্রাভেল পারমিট নকল হচ্ছে বলে জানিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন।

এই ট্রাভেল পারমিট নকল না করার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে হাইকমিশন।

বুধবার মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন একটি বার্তায় এ অনুরোধ জানায়।

হাইকমিশন জানিয়েছে, ইদানিং দেখা গেছে, দেশে ফিরে যাওয়ার জন্য হাইকমিশন থেকে ট্রাভেল পারমিট (ট্রাভেল পাস বা টিপি) নিয়ে ছবি বদল, ছবির ওপর সই নকল এবং সিল নকল করে অনেক তথ্য মুছে ফেলে বা বদল করে ব্যবহার করার চেষ্টা হচ্ছে। অর্থাৎ নিজের টিপি অন্যের হাতে তুলে দেওয়া হচ্ছে।

এদিকে, এসব যাচাই না করে নানাভাবে মিডিয়ায় প্রচার হচ্ছে। ফলে হাইকমিশন সম্পর্কে জনমনে ভুল ধারণা বা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। তাই এ ধরনের কাজ থেকে বিরত থাকা এবং বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন।



রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৯/হাসান/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়