ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সব কাজ শুরু করতে পারিনি : তথ‌্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ১৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সব কাজ শুরু করতে পারিনি : তথ‌্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, সাংবাদিকরা যাতে তাদের পেশাগত কাজ সহজে করতে পারে সে ব্যাপারে আমার অনেক কাজ বা দায়িত্ব রয়েছে। তবে এখনো সব কাজ আমি শুরু করতে পারিনি।

বুধবার বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম আয়োজিত স্বাস্থ্য সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, গ্রামের মানুষের স্বাস্থ্য সেবা প্রদানে প্রধানমন্ত্রীর কমিউনিটি ক্লিনিকের পরিকল্পনা বিশ্বে বিস্ময় সৃষ্টি করেছে। তিনি এটা করে স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে তৃণমুলের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চত করেছেন।

তিনি বলেন, হাতুড়ে ডাক্তার বা কবিরাজের কাছে রোগী চিকিৎসার জন্য গেলে তখন রোগীকে বাঁচানো কষ্টকর হয়ে যায়। এসব হাতুড়েদের থেকে রোগীদের মুক্ত করতে সরকার ইউনিয়ন পর্যায়ে, পাড়ায় পাড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে।

মুরাদ হাসান বলেন, সাংবাদিকতায় সুনাম অর্জন করাটাই সবচেয়ে বড় অর্জন। আর সাংবাদিকদের তা ধরে রাখতে হবে। এসময় পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, বিএমএসএফের নেতৃবৃন্দ এবং ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।


ঢাকা/সাইফ/নবীন হোসেন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়