ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৪, ২০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবি

বাংলাদেশসহ সারাবিশ্বে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবি জানিয়েছে সবুজ আন্দোলন নামের একটি সংগঠন।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সবুজ আন্দোলনের কার্যনির্বাহী কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সংগঠনের চেয়ারম্যান বাপ্পি সরদার, মহাসচিব অধ্যাপক এম মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বর্তমান সরকার যে চারটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চিন্তা করছে, তার মধ্যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ চলমান রয়েছে। আমরা চাই এই বিদ্যুৎকেন্দ্রও বন্ধ করে জলবায়ু সমস্যা মোকাবিলা এবং কার্বন নিঃসরণ কমাবে এই ধরনের নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠা করা হোক।

তারা বলেন, দেশে বিদ্যুতের চাহিদা অপরিহার্য। কিন্তু তার মানে এই নয় যে জলবায়ু ও পরিবেশ বিপন্ন করে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে হবে। সারা বিশ্বের পরিবেশবাদীদের আজ একটাই দাবি, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হোক।

সংগঠনের পক্ষ থেকে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনা, বাংলাদেশের সমুদ্র উপকূল ও বড় নদীর তীরে নেদারল্যান্ডসের মতো বেড়িবাঁধ নির্মাণ এবং মিঠা পানি সংরক্ষণের জন্য নদী ও দিঘি খননে অর্থ বরাদ্দের দাবিও জানানো হয়।

 

ঢাকা/মামুন খান/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়