ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতে স্কুল কর্মশালা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ২৩ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতে স্কুল কর্মশালা

চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতে তিন দিন ব্যাপি এক কর্মশালা শেষ হয়েছে রাজধানীর ঢাকা ক্লাবের হামিদুর রহমান সিনহা লাউঞ্জে।

সাউথ এশিয়ান সোসাইটি ফর সেক্সুয়াল মেডিসিন (এসএএসএসএম) স্কুল বাংলাদেশের তৃতীয়বারের মতো আয়োজিত এ কোর্সটি গত শনিবার শুরু হয়েছিল এবং আজ সোমবার তা শেষ হয়।  

বাংলাদেশ ছাড়াও এ কোর্সে অংশগ্রহণ করেন যুক্তরাজ্য, তুর্কি, বেলজিয়াম ও ভারতের খ্যাতিমান চর্মরোগ, এন্ডো ক্রায়োনোলোজি, স্ত্রীরোগ, ইন্টারনাল মেডিসিন, মনোরোগ এবং ইউরোলজির  বিশেষজ্ঞ চিকিৎসকগণ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের উপস্থিতির কারণে অংশগ্রহণকারীদের জ্ঞান বাড়াতে সাহায্য করার পাশাপাশি সেক্সুয়াল সমস্যায় আক্রান্ত রোগীদের সুচিকিৎসায় আরো গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ তৈরী হবে বলে বিশ্বাস।

এসএএসএসএম স্কুল বাংলাদেশের পরিচালক অধ্যাপক এ কে এম আনওয়ারুল ইসলাম বলেন, সেক্সুয়াল মেডিসিনের ওপর আয়োজিত এ কোর্সের মূল উদ্দেশ্য হলো সেক্সুয়াল মেডিসিনের উপর চিকিৎসকদের দক্ষতা আরো বৃদ্ধি করা।

ইউনিমেড এ্যান্ড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস এর ব্যবস্থাপনা পরিচালক এম মোসাদ্দেক হোসাইন বলেন, সেক্সুয়াল মেডিসিন বিষয়ে বাংলাদেশে জনসচেতনতা তৈরীতে আমাদের নিরলস প্রচেষ্টা অব্যহত থাকবে। বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের সমন্বয়ে যে কোর্স সম্পন্ন হলো এটি নিশ্চয়ই চিকিৎসা বিজ্ঞানের ক্রমাগত উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।

তিনি বলেন, আধুনিক চিকিৎসা পদ্ধতির বিষয়ে চিকিৎসকদের মাঝে  শেয়ার করাই আমাদের মূল লক্ষ্য। যার মাধ্যমে চিকিৎসকরা কোন প্রকার ইতস্তত না করে রোগীদের মাঝে সুচিকিৎসা নিশ্চিতে অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

এর আগে গত শনিবার  অনুষ্ঠানের  উদ্ধোধন  করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। এসময়  বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য, (গবেষণা ও উন্নয়ন)  অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

             

ঢাকা/আসাদ/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়