ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আ’লা হযরত (র.) অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫২, ১২ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আ’লা হযরত (র.) অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর

‘মুজাদ্দেদে দ্বীনে মিল্লাত আ’লা হযরত ইমাম আহমদ রযা খান (র.) ছিলেন অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর। দেড়সহস্রাধিক গ্রন্থ রচনা করে, ফতোয়া, ফারায়েজ ও লিখনির মাধ্যমে ইয়াজিদি ফেতনা থেকে মুসলমানদের ইমান হেফাজত করেছেন। তিনি ছিলেন চতুর্দশ শতাব্দীর মুজাদ্দেদ। ইসলামের নামে হত্যাযজ্ঞ নয়, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম সেটাই তিনি প্রমান করেছেন।

আলা হযরতের ১০১তম ওফাত বার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যায় রাজধানীর রমনার ‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আ’লা হযরত কনফারেন্সে দেশ-বিদেশের বক্তারা এসব কথা বলেন।

তারা বলেন, সত্যিকার আশেকে রাসূল (সা.) ইমাম আহমদ রযা (র.) জ্ঞানচর্চার মাধ্যমে মুসলিম জাতিকে নতুন পথ দেখিয়েছেন। বিশ্বের সিংহভাগ গবেষক-আলেম তাঁর রচিত গ্রন্থসমুহ গবেষণার মাধ্যমে বৈশ্বিক সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা রাখছে। তাঁর প্রতিটি গ্রন্থ আগামীর পাথেয়। জ্ঞানের এমন কোন শাখা নেই যেখানে তিনি বিচরন করেননি। বহুমুখী প্রতিভার অধিকারী এই মহান মনিষী ইলমে কোরআন, হাদিস, তাজবিদ, দর্শন, অঙ্কশাস্ত্র, প্রকৌশলবিদ্যা, মাযহাব-তরিকতসহ গুরুত্বপূর্ণ বিষয়ে পারদর্শী ছিলেন।

শাইখুল হাদীস, শেরে মিল্লাত মুফতি ওবাইদুল হক নঈমীর সভাপতিত্বে আ’লা হযরত কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক পিএইচ.পি. ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান স্বাগত বক্তব্য রাখেন।

উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হকের সঞ্চালনায়, শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানীর উদ্বোধনীতে অনুষ্ঠানে বিদেশি মেহমান হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর মুহাম্মদ জামাল ফারুক জিবরীল মাহমুদ আদ দাক্কাক (মিশর), আল্লামা এহসান ইকবাল কাদেরী (শ্রীলঙ্কা), আল্লামা সৈয়দ শাহ মেসবাহুল হক এমাদী (ভারত), আল্লামা মুহাম্মদ সাখাওয়াত হোসাইন বারকাতী (ভারত), নাজি তোরাবা (তুরস্ক) ।

কনফারেন্সে দেশ বরেণ্য আলেমেদ্বীন অধ্যক্ষ মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান আল-কাদেরী, ড. সৈয়দ আবদুল্লাহ আল মারুফ, ড. অধ্যক্ষ আ.ন.ম. মাহবুবুর রহমান, অধ্যক্ষ আ.জ.ম. হেলাল উদ্দীন, রাফিকুল আযম আশরাফী, মাও. আবু সুফিয়ান আল-কাদেরী, হাফেজ মনিরুজ্জামান কাদেরী, মুফতি মাহমুদুল হাসান, মোবারক হোসেন ফরায়েযী, দেলোয়ার হোসেন পাটোয়ারী, মাও. আবদুর রহমান আল-কাদেরী, মাও. অলিউল্লাহ আশেকী, মুফতি আবুল হাসান ওমায়ের রেজভী, মুফতি আলাউদ্দিন জিহাদী, মাও. তাজুল ইসলাম চাঁদপুরী, মাও. জহিরুল ইসলাম ফরিদী, মাও. গিয়াসুদ্দীন তাহেরী, মাও. বদরুল আলম, সৈয়দ গোলাম কিবরিয়া আযহারী, সৈয়দ হাসান আযহারী, মাও. আবদুল আজীজ রজভী, গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, সৈয়দ মুহাম্মদ আবু আজম, অধ্যক্ষ আবু নাসের মুহাম্মদ মুসা, আলহাজ¦ আবদুল মালেক বুলবুল, আলহাজ্ব আবুল কাশেম, মোহাম্মদ হোসেন, মুহাম্মদ ইমরান হুসাইন তুষার, মোহাম্মদ ফরিদুল ইসলাম, অধ্যাপক মাসুম বাকি বিল্লাহ, মুফতি এহসানুল হক মুজাদ্দেদী, সৈয়দ মুহাম্মদ হাসান, মাও. মুহিউদ্দীন, অধ্যাপক আহমদ রেযা, এডভোকেট নুরুল হুদা আনছারী, এডভোকেট ইকবাল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, কোরআনের তাফসির ‘কানযুল ঈমান’, শানে রিসালাতের অমর কাব্যগ্রন্থ ‘হাদায়েকে বখশিশ’, ইলমে ফিকহে ৩০ খন্ডে বিখ্যাত ফতোয়াগ্রন্থ ফতোয়ায়ে রজভিয়াসহ দেড় হাজার কিতাব রচনা করে মুসলমানদের আলোর পথ দেখিয়েছেন। ইসলামের জন্য অনন্য অবদান রাখায় ভারত উপমহাদেশে তিনি আ’লা হযরত নামেই পরিচিত।


ঢাকা/নঈমুদ্দীন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়