ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী : আন্তর্জাতিক কর্মসূচি নিয়ে সভা

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ১৩ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী : আন্তর্জাতিক কর্মসূচি নিয়ে সভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন জাতীয় কমিটির আন্তর্জাতিক কর্মসূচি ও যোগাযোগ উপ-কমিটির সভা হয়েছে।

রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সভায় উপ-কমিটির সভাপতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সদস্য সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ‌্যেষ্ঠ সচিব শহীদুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খান, জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন জাতীয় কমিটির মুখ্য সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিদেশে বাংলাদেশ দূতাবাসসমূহ, উপ-কমিটি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের জন‌্য এ সভা করা হয়।

সভায় গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়ন, প্রস্তুতি ত্বরান্বিত করা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনপূর্বক তার অবিস্মরণীয় অবদানের কথা সফলভাবে তুলে ধরার লক্ষ্যে প্রস্তুতি কার্যক্রমের পর্যালোচনা হয়।


ঢাকা/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়