ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

জাতীয় সংসদের অধিবেশন শুরু হচ্ছে ৭ নভেম্বর

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ১৬ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় সংসদের অধিবেশন শুরু হচ্ছে ৭ নভেম্বর

একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন আগামী ৭ নভেম্বর শুরু হবে।

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ওই দিন বিকেল সোয়া ৪টায় পঞ্চম অধিবেশনের আহ্বান করেছেন।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন তিনি।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন গত ১২ সেপ্টেম্বর শেষ হয়। যথারীতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অধিবেশন সমাপ্তি সম্পর্কিত ঘোষণা পাঠের মাধ্যমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন সমাপ্ত ঘোষণা করেছিলেন।

সেদিন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী ভাষণ দেন। এছাড়া বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সমাপনী বক্তব্য দেন।

ওই অধিবেশন ছিল সংসদের সবচেয়ে স্বল্পকালীন ৪ কার্যদিবসের অধিবেশন। এর আগে সবচেয়ে স্বল্পকালীন অধিবেশন ছিল ৫ কার্যদিবসের। অধিবেশনটি শুরু হয়েছিল ৮ সেপ্টেম্বর। ১২ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪ দিবসের দিন এ অধিবেশনটি সমাপ্ত হয়।


ঢাকা/আসাদ/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়