ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘হাজিদের চোখের পানি সহ্য হয় না প্রধানমন্ত্রীর’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০০, ১৭ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘হাজিদের চোখের পানি সহ্য হয় না প্রধানমন্ত্রীর’

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, ‘হাজিরা আল্লাহ পাকের খাস মেহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বলেছেন, সবাই মনে রাখবেন, হাজিরা আল্লাহর মেহমান, হজে গিয়ে তারা দুঃখ কষ্ট পাবেন, তাদের চোখের পানি আমি সহ্য করব না, সহ্য করতে পারি না।’

বৃহস্পতিবার সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে ধর্মমন্ত্রণালয় আয়োজিত হজ ব্যবস্থাপনা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি হজযাত্রীরা এহরাম অবস্থায় হজে যান, সেখানে গিয়ে দুঃখ-কষ্ট পান, তাদের চোখে পানি ঝরে। একইভাবে অনেকে এহরাম অবস্থায় আল্লাহর ঘরে গিয়ে ঘোরাফেরা করেন, এ বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এসেছে, তিনি এ বিষয়ে অত্যন্ত কঠোর।  এ ধরনের কাজ যাতে না হয়, এজন্য তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন, আমরা সেভাবে কাজ করেছি। এবার সবার সহযোগিতায়  সুন্দর ব্যবস্থাপনায় ভালভাবে হজ সম্পন্ন করতে সক্ষম হয়েছি।’

তিনি বলেন, ‘২০২০ সালে হজ ব্যবস্থাপনা আরো কীভাবে সুন্দর করা যায় সেটা নিয়ে আপনারা মত দেবেন, আলোচনা করবেন। সেখান থেকে আমরা মতামত নিয়ে এবারের ভুল ত্রুটি  সংশোধন করে আমরা এগিয়ে যাব। আশা করছি, এবারের চাইতে আগামী হজ ব‌্যবস্থাপনা আরো সুন্দর হবে।’

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক সংসদীয় কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মাহমুদুস সামাদ চৌধুরী ও হজ এজেন্সিস  অ্যাসোসিয়েশন (হাব) সভাপতি শাহাদাত হোসেন তসলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদীয় কমিটির সদস্য বেগম রত্না আহমেদ।

অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে হজ কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এর আগে ২০১৯ সালের হজের যাবতীয় তথ্য প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবিএম  আমিনুল্লাহ নূরী।

 

ঢাকা/নঈমুদ্দীন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়