ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের পিপি জাহাঙ্গীরকে অব্যাহতি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ১৭ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের পিপি জাহাঙ্গীরকে অব্যাহতি

কর্তব্যে অবহেলা ও দায়িত্বহীন আচরণের অভিযোগে ঢাকা জেলার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পাবলিক প্রসিকিউটর-পিপি) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে অব্যাহতি দিয়েছে আইন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব ইসমত জাহান স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশের বিষয়টি জানানো হয়।

 

 

ঢাকা জেলার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব হতে অব্যাহতি প্রদান প্রসঙ্গে দেয়া চিঠিতে বলা হয়, ঢাকা জেলার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে কর্মরত বিশেষ পাবলিক প্রসিকিউটর মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে কর্তব্যে অবহেলা এবং দায়িত্বহীন আচরণের জন্য তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এ আদেশ ১৭ অক্টোবর থেকে কার্যকর হবে।



ঢাকা/নঈমুদ্দীন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়