ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

মমিনুল হক সাঈদকে অপসারণ

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ১৭ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মমিনুল হক সাঈদকে অপসারণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমিনুল হক সাঈদকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের উপ-সচিব আ ন ম ফয়জুল হক স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

অনুলিপি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, মন্ত্রিপরিষদের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়, আপনি (একেএম মমিনুল হক সাঈদ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর।  ডিএসসিসি থেকে অভিযোগ পাওয়া গেছে, আপনি যুক্তিসঙ্গত কারণ ব্যতিরেকে করপোরেশনের ১৮টি সভার মধ্যে ১৩টি সভায় অনুপস্থিত ছিলেন। আপনি প্রথম-তৃতীয়, সপ্তম-দশম ও ১২তম-১৭তম সভায় অনুপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া বিদেশে গমন ও অবস্থান করেছেন। আপনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়েছিল, আপনি জবাব দিয়েছেন। কিন্তু আপনার আত্মপক্ষ সমর্থনে যৌক্তিক প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

উল্লেখিত কর্মকাণ্ডের জন্য স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ১৩ এর উপধারা (১) (ক), (ঘ) ও (চ) অনুযায়ী কাউন্সিলর পদ হতে অপসারণযোগ্য অপরাধ। তাই স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ধারা ১৩ এর উপধারা (২) অনুযায়ী আপনাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর সাধারণ কাউন্সিলর পদ হতে অপসারণ করা হলো।


ঢাকা/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়