ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘পাটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার প্রচেষ্টা অব্যাহত’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘পাটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার প্রচেষ্টা অব্যাহত’

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, সরকার গৃহীত নানামুখী উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে পাট খাতের চলমান সংকট নিরসন করে বাংলাদেশের ঐতিহ্য পাটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার প্রচেষ্টা অব্যাহত আছে।

বৃহস্পতিবার রাজধানীর অফিসার্স ক্লাবের খেলাঘর হল প্রাঙ্গণে জুট ডাইভারসিফিকেশন প্রোমোশন সেন্টারের (জেডিপিসি) উদ্যোগে তিন দিনব্যাপী বহুমুখী পাটজাত পণ্যের মেলার উদ্বোধনী তিনি এ কথা বলেন।

বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া, বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাসিম, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক দিলীপ কুমার সাহা, জেডিপিসির নির্বাহী পরিচালক খোরশেদ আলমসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দূষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও পাটপণ্যের ব্যাপক প্রসারের লক্ষ্যে জেডিপিসি এ মেলার আয়োজন করেছে। জেডিপিসির মাধ্যমে পাটপণ্যের বহুমুখীকরণ ও ব্যবহারের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও তা বাস্তবায়ন করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

আজ মেলায় ১০০টি স্টলের মাধ্যমে উদ্যোক্তারা ২৮৫ রকমের বহুমুখী পাটপণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করেছে।


ঢাকা/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়