ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ধর্মঘট প্রত্যাহারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ২১ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধর্মঘট প্রত্যাহারের নির্দেশ

পরিবহণ ধর্মঘট প্রত্যাহারের জন্য শ্রমিকদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান।

বৃহস্পতিবার সড়ক পরিবহন ফেডারেশনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘পরিবহন শ্রমিকদের এই দাবি সরকারের কাছে লিখিতভাবে উত্থাপন করা হবে।’

পরিবহন শ্রমিকদের অঘোষিত ধর্মঘটের পর বৃহস্পতিবার দিনভর রাজধানীতে গণপরিবহন চলাচল স্বাভাবিকের থেকে কম রয়েছে।

‘নতুন সড়ক পরিবহন আইন' নিয়ে কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে গত কয়েকদিন ধরেই শ্রমিকরা এই কর্মবিরতি পালন করছে।

বুধবার (২০ নভেম্বর) মধ্যরাত পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মালিক ও শ্রমিকদের বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

এর পরেও বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় গণপরিবহন সংকট দেখা গেছে।


ঢাকা/হাসিবুল/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়