ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সৈয়দ মোয়াজ্জেমের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ৩০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৈয়দ মোয়াজ্জেমের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

সাবেক পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার পররাষ্ট্রমন্ত্রী এক শোকবার্তায় সৈয়দ মোয়াজ্জেম আলী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৈয়দ মোয়াজ্জেম আলী দক্ষ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধে তার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

সৈয়দ মোয়াজ্জেম আলী পারিবারিকভাবে ড. আব্দুল মোমেনের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন।

সৈয়দ মোয়াজ্জেম আলী সোমবার বেলা ১১টা ৫৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

সৈয়দ মোয়াজ্জেম আলী ১৯৪৪ সালের ১৮ জুলাই সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালে তৎকালীন পাকিস্তান পররাষ্ট্র সার্ভিসে যোগ দেন।

দীর্ঘ কর্মময় জীবনে, ভারত, ফ্রান্স, ভুটান ও ইরানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ মোয়াজ্জেম।
এছাড়া, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওয়শিংটন ডিসি, পোল্যান্ড, সৌদি আরব, পাকিস্তান, পর্তুগাল, ইউনেস্কোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনে তিনি দায়িত্ব পালন করেন তিনি।


ঢাকা/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়