ঢাকা     শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৫ ১৪৩১

হিজড়াদের উন্নয়নে কর্মসূচি

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ৩১ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হিজড়াদের উন্নয়নে কর্মসূচি

বাংলাদেশে হিজড়ার সংখ্যা প্রায় ১০ হাজার। তাদের জীবনমান উন্নয়নে ‘হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি’ নামক একটি উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

সমাজে বৈষম্যমূলক আচরণের শিকার এ জনগোষ্ঠীর পারিবারিক, আর্থসামাজিক উন্নয়নসহ, শিক্ষাব্যবস্থা, বাসস্থান, স্বাস্থ্যগত উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে সমাজের মূলস্রোতধারায় সামিল করতে এ উদ‌্যোগ নেয়া হয়েছে।

এ কর্মসূচিতে স্কুলগামী হিজড়া শিক্ষার্থীদের শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে চার স্তরে (জনপ্রতি মাসিক প্রাথমিক ৭০০, মাধ্যমিক ৮০০, উচ্চ মাধ্যমিক ১০০০ এবং উচ্চতর ১২০০ টাকা হারে) উপবৃত্তি প্রদান। ৫০ বছর বা তদুর্ধ বয়সের অক্ষম ও অসচ্ছল হিজড়াদের বিশেষ ভাতা জনপ্রতি মাসিক ৬০০ টাকা করে প্রদান।

বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম হিজড়া জনগোষ্ঠীর দক্ষতাবৃদ্ধি ও আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে তাদের সমাজের মূলস্রোতধারায় আনয়ন করা এবং প্রশিক্ষণোত্তর আর্থিক সহায়তা ১০ হাজার টাকা প্রদান করা। ১৮ বছর বয়সোর্ধ্ব কর্মক্ষম হিজড়া ব্যক্তিদের ট্রেডভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা এবং প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণোত্তর অফেরতযোগ্য আর্থিকসহায়তা প্রদান করা।

২০১২-২০১৩ অর্থবছর থেকে পাইলট কর্মসূচি হিসেবে ঢাকা, চট্টগ্রাম, দিনাজপুর, পটুয়াখালী, খুলনা, বগুড়া এবং সিলেটে এ কর্মসূচি শুরু হয়। ২০১২-১৩ অর্থবছরে অর্থবরাদ্দ ছিল ৭২ লাখ ১৭ হাজার টাকা। ২০১৩-১৪ অর্থবছরে নতুন ১৪টি জেলাসহ মোট ২১টি জেলায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।

নতুন অন্তর্ভুক্ত জেলাগুলো হচ্ছে গাজীপুর, নেত্রকোণা, ফরিদপুর, রাজবাড়ী, চাঁদপুর, লক্ষীপুর, ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ, ঝিনাইদহ, কুষ্টিয়া ও পিরোজপুর। এ অর্থবছরে (২০১৩-১৪) মোট বরাদ্দ ছিল চার কোটি সাত লাখ ৩১ হাজার ৬০০ টাকা।

অন্যদিকে ২০১৪-২০১৫ অর্থবছরের এ কর্মসূচির জন্য বরাদ্দ ছিল চার কোটি ৫৮ লাখ ৭২ হাজার টাকা। তবে ২০১৫-১৬ অর্থবছরে এ কর্মসূচিকে ৬৪টি জেলাতেই সম্প্রসারিত করা হয়েছিল। ২০১৮-১৯ অর্থবছরে ৬৪ জেলায় বরাদ্দকৃত অর্থের পরিমাণ দাঁড়িয়েছিল ১১ কোটি ৪০ লক্ষ টাকা।

২০১৯-২০ অর্থবছরে মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ হচ্ছে পাঁচ কোটি ৫৬ লাখ টাকা। ২০১২-১৩ থেকে ২০১৯-২০ অর্থবছরে শিক্ষাভাতার ক্ষেত্রে লক্ষ্যভুক্ত উপকারভোগীর সংখ্যা হচ্ছে আট হাজার ২৯২ জন। হিজড়া ভাতাভোগী ১৪ হজার ৬৫১ জন। প্রশিক্ষণ ভাতাভোগীর সংখ্যা এক লাখ ১০ হাজার ৭০০ জন এবং ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত প্রশিক্ষণোত্তর ভাতাভোগী হিজড়া ছিল ৭৪ হাজার ৩০০ জন।


ঢাকা/আসাদ/সনি

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়