ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কর্মজীবী মহিলা হোস্টেলে দ্রুত জনবল নিয়োগের সুপারিশ

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ৫ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কর্মজীবী মহিলা হোস্টেলে দ্রুত জনবল নিয়োগের সুপারিশ

একাদশ জাতীয় সংসদের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নবম বৈঠক হয়েছে।

রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে এ বৈঠক হয়।

বৈঠকে গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় কর্মজীবী মহিলা হোস্টেল ভবনে দ্রুত জনবল নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। কমিটি জেলা ও উপজেলা পর্যায়ে বাজার ও জনবহুল এলাকায় নারী পরিচালিত একটি করে রেস্টুরেন্ট/ভ্যারাইটি শপ স্থাপনের উদ্যোগ নেয়ার সুপারিশ করে।

বৈঠকে ‘নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির কর্মজীবী মায়েদের শিশুদের জন্য দিবাযত্ন কর্মসূচি’ প্রকল্পের আওতায় ১১টি ডে কেয়ার সেন্টার জনবলসহ রাজস্ব খাতে স্থানান্তরের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ডে কেয়ার আইন প্রণয়ন, ডে কেয়ারের সংখ্যা বৃদ্ধি এবং ডে কেয়ার সেন্টারে কর্মরতদের প্রশিক্ষণ দেয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা, মো. আব্দুল আজিজ, শবনম জাহান, লুৎফুন নেসা খান এবং সৈয়দা রাশিদা বেগম। এছাড়া, ‘বাল্যবিবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ’ সাব-কমিটির সদস্য শিরীন আখতার, অ‌্যারোমা দত্ত ও আদিবা আনজুম মিতা বৈঠকে উপস্থিত ছিলেন। এ সময় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ঢাকা/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়