ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রাত-দিনের তাপমাত্রা কমবে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৩, ১৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাত-দিনের তাপমাত্রা কমবে

কয়েকদিন সামান্য গরমের পর রাজধানীতে ফের জেঁকে বসবে শীত। ক্রমান্বয়ে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

রোববার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন এ তথ‌্য নিশ্চিত করেন। 

তিনি রাইজিংবিডিকে বলেন, আজ থেকে ক্রমান্বয়ে তাপমাত্রা কমা শুরু করবে।  আগামী ২২ তারিখ শীত জেঁকে বসবে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রাজশাহী, রংপুর, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, খুলনা বিভাগের দুয়েক জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় আকাশ মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে।

তিনি আরো বলেন, শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা আরো কমবে।

রোববার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি রেকর্ড করা হয়েছে।

 

ঢাকা/নূর/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়