ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বানরের জন্য টাকা চান শাজাহান খান

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ২০ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বানরের জন্য টাকা চান শাজাহান খান

 মাদারীপুরের বানরের জন্য অর্থ বরাদ্দ চেয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস‌্য সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

সোমবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের ওপর আলোচনায় এ দাবি জানান আলোচিত এই পরিবহন শ্রমিক নেতা।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দীনের মনোযোগ আকর্ষণ করে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস‌্য বলেন, অতীতে মাদারীপুর পৌরসভার চরমুগুরিয়া বন্দর থেকে হাজার হাজার মণ পাট ভারতে রপ্তানি হতো। জনশ্রুতি আছে, ভারতের তুলারাম বসুরাজ পাট বাণিজ‌্যের সুবাদে এ এলাকায় আসা যাওয়ার সময়েই শখের বশে দুটি বানর এনেছিলেন। সেই দুই বানর থেকে বাড়তে বাড়তে এতো বছরে বানরের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২ হাজার। বর্তমানে বানরগুলো রাস্তায় মানুষের খাবার ছিনিয়ে নেয়, দোকান থেকে খাবার ছিনিয়ে নেয়, বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার করে খাবার ছিনিয়ে নেয়। এখানকার জনগণ বানরের অত্যাচারে অতিষ্ঠ।  তাই বানর রক্ষার জন্য, তাদের খাদ্যের জন্য অর্থ বরাদ্দ ও প্রকল্প গ্রহণ করা দরকার।


ঢাকা/আসাদ/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়