ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘বিরোধী দলকে পিটিয়ে জাতীয় ঐক্য হতে পারে না’

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ২২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিরোধী দলকে পিটিয়ে জাতীয় ঐক্য হতে পারে না’

ফাইল ফটো

বিএনপির সাংসদ হারুনুর রশীদ বলেছেন, ‘ভেদাভেদ ভুলে শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। কিন্তু বিরোধী দলকে পুলিশ-র‌্যাব দিয়ে পেটাবেন। আর বলবেন, আসুন জাতীয় ঐক্য করি। এটা শান্তির ঐক্য হতে পারে না।’

তিনি বলেন, ‘বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে জেলে ঢুকিয়ে রাখবেন, উনি মৃত্যুপথযাত্রী, ওনার জামিন দেবেন না। উনাকে সাজা দিয়ে দিনের পর দিন মাসের পর মাস আটক রাখবেন। তাকে বাদ দিয়ে জাতীয় ঐক‌্য হতে পারে না।’

বুধবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

এসময় বছরের প্রথম সংসদে দেয়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বক্তব্য অসত্য দাবি করে তা একপাঞ্জের (সংসদের কার্যপ্রণালী থেকে প্রত্যাহার) দাবি জানান তিনি।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি তার ভাষণে বলেছেন সকল দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে। এটা ঠিক না। কথাটি সত্য নয়। নির্বাচন কমিশন নাকি অবাধ সুষ্ঠু নির্বাচন করেছে, এটা একেবারেই অসত্য।’

রাজাকারের তালিকা নিয়ে হারুন বলেন, ‘৫০ বছর পর এই তালিকার কী প্রয়োজন ছিল? মুক্তিযোদ্ধাদের তালিকাই এখন পর্যন্ত করতে পারেননি। রাজাকারের তালিকা ৫০ বছর পর করতে গিয়ে এখন বলছেন পাকিস্তান করেছে। আবার বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন। এটা ঠিক না। এটা সরকারের কত বড় ব্যর্থতা?’

তিনি বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে। বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। যত সময় ঘনিয়ে আসছে সরকারের সন্ত্রাসী তৎপরতা আরো বেড়ে যাচ্ছে। তার প্রমাণ গত পরশুদিন তাবিথের ওপর হামলা। স্থানীয় সরকার ব্যবস্থাকে জবাবদিহিতামূলক করতে গেলে অবশ্যই অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা দিতে হবে।’


ঢাকা/আসাদ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়