ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হবু মেয়রদের কাছে ১২ দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হবু মেয়রদের কাছে ১২ দাবি

দরিদ্র নগরবাসীদের পক্ষে ঢাকার দুই সিটি করপোরেশনের হবু মেয়র‌দের কাছে ১২ দফা দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), কোয়ালিশন ফর দ্য আরবান পুওর (কাপ) এবং বারসিক আয়োজিত নাগরিক সংলাপে এসব দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে বারসিকের সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম বলেন, ফেব্রুয়ারিতে আমরা দুজন নির্বাচিত নগরপিতা পাব। নগরপিতাদের কাছে যেমন ধনী ও মধ্যবিত্তদের অনেক প্রত্যাশা রয়েছে, তেমনই প্রত্যাশা রয়েছে এই নগরে বসবাসরত প্রায় ৪০ লাখের অধিক নিম্নআয়ের বস্তিবাসী ও পথবাসী মানুষের। আশা করি, তারা নিম্ন আয়ের মানুষের কথা ভাববেন।

তিনি তিনটি সংগঠনের পক্ষ থেকে হবু মেয়রদের কাছে নিম্নআয়ের মানুষদের জন্য ১২ দফা দাবি তুলে ধরেন। এসব দাবির মধ্যে রয়েছে- শক্তিশালী নগর সরকার গঠন, নগরের দরিদ্র মানুষদের সব সেবা নিশ্চিত করা, সব নিম্নআয়ের মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, গ্রাম ও শহরের মধ্যে সমতার ভিত্তিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী চালু প্রভৃতি।

নাগরিক সংলাপে আরো উপস্থিত ছিলেন- পবার চেয়ারম্যান আবু নাসের খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেবাশীষ কুমার কুন্ডু এবং কাপের নির্বাহী পরিচালক রেবেকা সানইয়াত প্রমুখ।

 

ঢাকা/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়