ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হজে যাবেন ১৩৭১৯৮ বাংলাদেশি

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হজে যাবেন ১৩৭১৯৮ বাংলাদেশি

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ জানিয়েছেন, ২০২০ সালে ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ পালন করতে সৌদি আরবে যাবেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদ‌স‌্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ২০১৯ সালের ৪ ডিসেম্বর রাজকীয় সৌদি সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে হজচুক্তি হয়। এ চুক্তি অনুযায়ী ২০২০ সালে বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা নির্ধারিত হয়েছে ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজে যাবেন।

তিনি জানান, চাঁদ দেখা সাপেক্ষে ৯ জিলহজ অর্থাৎ ৩০ জুলাই হজ হবে। আগামী হজ মৌসুমে বাংলাদেশি হাজিগণ যাতে সুষ্ঠুভাবে ও নিরাপদে হজ পালন করতে পারেন, সে লক্ষ‌্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

 

ঢাকা/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়