ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বিমা মেলায় সেরা স্টলের পুরস্কার পেল গ্রিন ডেল্টা

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ২৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিমা মেলায় সেরা স্টলের পুরস্কার পেল গ্রিন ডেল্টা

বিমা মেলায় টানা তৃতীয়বারের মতো নন-লাইফ বিভাগের সেরা স্টলের প্রথম পুরস্কার জিতেছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আয়োজনে গত ২৪ ও ২৫ জানুয়ারি খুলনায় অনুষ্ঠিত হয় এই চতুর্থ ‘বিমা মেলা ২০১৯’।

গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

দেশের দু'টি সরকারি বিমা প্রতিষ্ঠানের পাশাপাশি ৭৬টি বেসরকারি বিমা কোম্পানি অংশগ্রহণ করে এবারের মেলায়। এরমধ্যে ৩১টি লাইফ বিমা কোম্পানি এবং ৪৫টি নন-লাইফ বিমা কোম্পানি রয়েছে।

মেলায় বিমা বিষয়ে বিভিন্ন অভিযোগ ও সমস্যার সমাধান সম্পর্কে পরামর্শ দেয়া হয়েছে গ্রিন ডেল্টার এ স্টল থেকে।

প্রসঙ্গত, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (জিডিআইসি) বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় নন-লাইফ বেসরকারি বিমা প্রতিষ্ঠান।

ইন্স্যুরেন্স কোম্পানি আইন ১৯১৩ অনুযায়ী, ১৯৮৫ সালের ১৪ ডিসেম্বর জিডিআইসিকে পাবলিক লিমিটেড সংস্থা হিসাবে অন্তর্ভুক্ত করা হয় এবং ১৯৮৬ সালের ১ জানুয়ারী তিন কোটি টাকা পরিশোধিত মূলধন দিয়ে যাত্রা শুরু করে এই ইন্স্যুরেন্স কোম্পানি।


ঢাকা/হাসান/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়