ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘সব নদ-নদীর তথ্য ভান্ডার তৈরি করা হবে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ২৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সব নদ-নদীর তথ্য ভান্ডার তৈরি করা হবে’

দেশের সকল নদ-নদীর তথ্য ভাণ্ডার তৈরি করা হবে বলে জানিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের অধীনে পরিচালিত ৪৮ নদী সমীক্ষা প্রকল্পের পরিচালক একরামুল হক।

সোমবার মানিকগঞ্জের সিংগাইরে নদী রক্ষায় উদ্বুদ্বকরণ ও সচেতনতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একরামুল হক বলেন, নদী দখল ও দূষণ প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ব্যাপারে সকল জনগনকে আরো সচেতন হতে হবে। এতে একদিকে যেমন নদীমাতৃক বাংলাদেশের আবহমান চিরায়ত প্রকৃতি ও রূপ ফিরে আসবে, তেমনি নৌযান চলাচলের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ মানুষের যাতায়াতের পথ সহজ, সুগম ও সুলভ হবে। ইলিশসহ মাছের উৎপাদনও বাড়বে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রুনা লায়লা সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের টিম লিডার এ.বি.এম. সিদ্দিকুর রহমান, প্রকল্পের ন্যাচারাল রিসোর্স এক্সপার্ট মিজানুর রহমান, সোসিয়লোজিষ্ট মোসাদ্দেক হোসেন, এনভায়রনমেন্ট এক্সপার্ট মনির হোসেন চৌধুরী, প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আলী ও সঞ্জয় কুমার দাস।


ঢাকা/ইয়ামিন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়