ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নারীর ক্ষমতায়নে সন্তুষ্ট জাতিসংঘের প্রতিনিধি

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ২৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নারীর ক্ষমতায়নে সন্তুষ্ট জাতিসংঘের প্রতিনিধি

নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতিতে সন্তুষ্ট জাতিসংঘের নারী বিষয়ক প্রতিনিধি শকো ইশিকাওয়া।

সোমবার সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে জাতিসংঘের ওমেন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শকো ইশিকাওয়ার সাক্ষাৎ করে এই সন্তুষ্টি জানান।

সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের বাল্যবিবাহ প্রতিরোধ, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার হ্রাস, যুব উন্নয়ন এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে আলোচনা করেন।

এসময় স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছে। পাশাপাশি মানবসম্পদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

তিনি বলেন, সংসদ সদস্যগণ বাল্যবিবাহ প্রতিরোধে নিজ নিজ নির্বাচনী এলাকায় কাজ করে যাচ্ছেন। সংসদ সদস্যগণ জলবায়ু পরিবর্তনসহ বিশেষায়িত এজেন্ডা নিয়ে কাজ করতে আগ্রহী। এ সময় স্পিকার নারী সহিংসতা প্রতিরোধে সভা, সেমিনার ও গোলটেবিল বৈঠকের আয়োজনকে স্বাগত জানান।

জাতিসংঘের ওমেন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শকো ইশিকাওয়ার বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতিতে আমি সন্তুষ্ট। আমরা নারী সংসদ সদস্যদের নিয়ে সেমিনার করতে আগ্রহী।  

এ সময় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


ঢাকা/আসাদ/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়