ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনা ভাইরাস দেশে আসবে না, আশা স্বাস্থ‌্যমন্ত্রীর

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০০, ২৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা ভাইরাস দেশে আসবে না, আশা স্বাস্থ‌্যমন্ত্রীর

বিশ্বব্যাপী আলোচিত করোনা ভাইরাস বাংলাদেশে আসবে না বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ আশা প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাসের বিষয়ে আমরা একটি আন্তঃমন্ত্রণালয় সভা করেছি। এ ভাইরাস আমাদের দেশে যেন না আসতে পারে সেজন্য কাজ করছি। বিমানবন্দর স্ক্যানার বসানো হয়েছে। এটা বাংলাদেশে আসবে না বলে আশা করছি। আসলেও সকল প্রস্তুতি আমাদের নেওয়া আছে। তাই ভয়ের কোনো কারণ নেই। আসলেও আমরা নিয়ন্ত্রণ করতে পারব।’

তিনি বলেন, ‘এ বিষয়ে হাসপাতালে অগ্রীম ব্যবস্থা রেখেছি। কুর্মিটোলা হাসপাতালে আলাদা ওয়ার্ড করা হয়েছে। সকল জেলায়ও এ ব্যবস্থা নেয়া হয়েছে। যতরকম প্রতিকারের ব্যবস্থা আছে আমরা সবই করেছি।’

এ পর্যন্ত বাংলাদেশে এ ভাইরাসে আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি জানিয়ে মন্ত্রী বলেন, ‘চীনেও বাংলাদেশের কোনো ছাত্র এ রোগে আক্রান্ত হয়নি। ভাইরাসটি সংক্রামক।’ তবে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন চীনে যাওয়া-আসা না করাই ভালো।’

 

ঢাকা/আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়